সিলেট ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুন ২, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেটে জাতীয় পার্টির লিফলেট বিতরণকালে নজরুল ইসলাম বাবুলের সর্মথক রাইয়ান আহমদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২ জুন) জুম্মার নামাজের পর নগরীর শামীমাবাদ এলাকায় প্রচারণাকালে হামলার ঘটনা ঘটে।
সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বসির জানান- জাতীয় পার্টির লিফটলেট বিতরনের সময় ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সরুজ মিয়া প্রথমে বাঁধা দেন। এসময় তুষারের নেতৃত্বে তার উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে লিফলেট নিয়ে যায় যায় হামলাকারীরা। পরে গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে এব্যাপারে ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সরুজ মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।
আহত রাইয়ান আহমদ বলেন, আমি লিফলেট বিতরনের সময় তুষারের নেতৃত্বে ১০-১২ জন এসে আমার উপর হামলা চালিয়ে আমার iphone 13 pro max মোবাইল, নগদ টাকা, লিফট ছিনিয়ে নিয়ে যায়। এসময় তারা আমাকে মারধর করে। পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে ভর্তি করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd