সিলেট ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৬ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২২
গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়ানঘাট উপজেলায় ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৭০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে গোয়ানঘাট থানা পুলিশ।
ধৃত আসামিরা কোম্পানিগঞ্জ উপজেলার গৌরী নগর গ্রামের মৃত ছিদ্দেক আলীর পুত্র জসিম উদ্দিন (৩০)ও আছদ্দর আলীর পুত্র সামছুল ইসলাম (৪৩)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ১৯ আগষ্ট সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই অনুজ কুমার দাস ও এএসআই মো: জামাল উদ্দীন সঙ্গীয় ফোর্সের অভিযানে ১ নং রুস্তমপুর ইউপি’র অন্তর্গত বড়ঘোষা সাকিনস্থ হাজী আব্দুর রহমানের বাড়ীর পূর্ব দিক সংলগ্ন রাস্তার উপর থেকে ২৭০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি তদন্ত ওমর ফারুক মোড়ল সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
………………………..
Design and developed by best-bd