শখ করে নৌকায় উঠে প্রাণ গেল নববধূর

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১

শখ করে নৌকায় উঠে প্রাণ গেল নববধূর

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ২২ জনে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন নববধূ রয়েছেন।

Manual5 Ad Code

ওই নববধূর নাম শারমিন আক্তার। এক সপ্তাহ আগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারের জহিরুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়।

Manual7 Ad Code

বিয়ের পর প্রথম নববধূকে নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন জহির। কিন্তু বিজয়নগরে যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বালিবোঝাই ট্রলারের সংঘর্ষে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।

Manual4 Ad Code

শারমিনের শুশুরবাড়ির লোকজন জানিয়েছেন, নতুন বউ নিয়ে জহিরকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু বউ নৌকায় যেতে শখ করে। এ জন্য জহির বউকে নিয়ে ওই নৌকায় উঠেছিল। তবে জহির বেঁচে ফিরলেও তার স্ত্রী শারমিন পানিতে ডুবে মারা গেছে।

Manual3 Ad Code

সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে শনিবার সকাল ৮টায় শারমিনের দাফন সম্পন্ন হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বালুবোঝাই ট্রলারের চালকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আটকরা পুলিশ হেফাজতে রয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..