দক্ষিণ সুরমায় দুই শিশু বলৎকারের শিকার: থানায় মামলা

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

দক্ষিণ সুরমায় দুই শিশু বলৎকারের শিকার: থানায় মামলা

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার রেলগেইট এলাকায় ২ শিশুকে বলৎকার করার অভিযোগ উঠেছে হৃদয় (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত হৃদয় রেলগেইটের নুর উদ্দিনের পানের দোকানের কর্মচারী ও ভার্থখলার চাঁনদের বাড়ির (বেজবাড়ি) সুহেল মিয়ার ভাড়াটিয়া।

বলৎকারের শিকার শিশুরা হলো ফাহিম (৫) ও ফারুক (৫)। ফাহিম রেলস্টেশন সংলগ্ন রেল কোয়ার্টার কলোনীতে বসবাসকারী রাজমিস্ত্রি ফকির আলী ছেলে। ফারুক একই কলোনীর বাসিন্দা রিকসাচালক মারুফ মিয়ার ছেলে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় রেলগেইটের নুর উদ্দিনের দোকান সংলগ্ন পরিত্যক্ত গুদামে বলৎকারের শিকার হয় ফাহিম ও ফারুক।

বলৎকারের ঘটনায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে দক্ষিণ সুরমা থানায় দুই শিশুর অভিভাবক বাদি হয়ে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার ওসি খায়রুল ফজল।

শিশুদের অভিভাবকরা অভিযোগে বলেন, তাদের দুই অবুঝ সন্তানদের কৌশলে ঢেকে নিয়ে একে একে বলৎকার করে হৃদয়। শিশুদের রক্তক্ষরণ হলে তাদের চিকিৎসার জন্য নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তাদের চিকিৎসা দেয়া হয়।

পান দোকানের মালিক নুর উদ্দিন বলেন, হৃদয় ৭/৮ বছর ধরে তার দোকানে চাকরী করে আসছে। সে নোয়াখালীর মাইজদীর আব্দুল হকের ছেলে।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে কথা হয় দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজলের সাথে। তিনি জানান, দুই শিশু বলৎকারের ঘটনায় ফাহিমের মা শিল্পী বেগম ও ফারুকের মা হুসনা বেগম লিখিত অভিযোগ নিয়ে থানা হাজির হন। তাদের একজন সাক্ষী ও অন্য জন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা আমলে নিয়ে পলাতক হৃদয়কে গ্রেফতার করতে পুলিশ এরই মধ্যে অভিযান শুরু করেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..