সুনামগঞ্জে ইঁদুর মারার বিষ খেয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৯

সুনামগঞ্জে ইঁদুর মারার বিষ খেয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

Manual7 Ad Code

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ইঁদুরের বিষ খেয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারীরা হলেন,উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ভাটি দৌলতপুর গ্রামের অম্রিকা তালুকদার(৫০)ও তার স্ত্রী তৃপ্তি রানী তালুকদার (৩৫)। শুক্রবার (২৮ জুন)দুপুরে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

Manual6 Ad Code

আত্মহত্যাকারী দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়েটির বয়স নয় ও ছেলেটির বয়স ছয় বছর।

Manual7 Ad Code

জামালগঞ্জ থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান,ভাটি দৌলতপুর গ্রামে স্বামী-স্ত্রী একসাথে আত্মহত্যা করেছে,কি কারণে তারা আত্মহত্যা করেছে তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। দইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রামের লোকজন জানান,শুক্রবার একাদশীর উপবাস ব্রত করেন অম্রিকা তালুকদার ও তার স্ত্রী তৃপ্তি রানী তালুকদার। বেলা ১১টায় উপবাস ভেঙে প্রসাদ তৈরি করেন। প্রসাদে ইঁদুরের বিষ মিশিয়ে দেন অম্রিকা। পরে স্বামী-স্ত্রী দুইজনই এই প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

মা-বাবাকে অসুস্থ হতে দেখে ছেলে-মেয়েরা আশপাশের লোকজনকে ডেকে আনেন। খবর পেয়ে স্বজনরা আহত দুইজনকেই জামালগঞ্জ হাসপাতালে নিয়ে যান। অম্রিকা তালুকদার রাস্তায় মারা যান। পরে বিকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার স্ত্রী।

Manual3 Ad Code

স্থানীয় ইউপি সদস্য অজিত সরকার বলেন,গ্রামের লোকজন জানিয়েছেন অ¤্রকিা তালুকদার ও তার স্ত্রী প্রসাদের সাথে বিষ মিশিয়ে খেয়ে আত্মহত্যা করেছেন। অম্রিকা তালুকদার মানসিক রোগে ভুগছিলেন বলে জানান তিনি।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..