সিলেট ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জুন ১০, ২০১৯
মৌলভীবাজারের বড়লেখায় নানাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (১০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বড়লেখা উপজেলার উত্তর পকুয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার হলদিরপার গ্রামের আব্দুল আহাদের মেয়ে লামিয়া আক্তার (১৪) এবং সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার জলঢুপ গ্রামের ময়না মিয়ার মেয়ে শাম্মি আক্তার (১২)। নিহতরা সম্পর্কে খালাতো বোন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সাথে লামিয়া ও শাম্মি বড়লেখার উত্তর পকুয়া গ্রামে তাদের নানা বাড়িতে বেড়াতে যায়। সোমবার সকালে তারা পুকুরে গোসল করতে নামে। সাতার না জানায় দুজনে পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা তাদের লাশ উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘দুই কিশোরীর পরিবার লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুমতির আবেদন করেছেন। অনুমতি পাওয়া গেলে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হবে।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd