পুলিশের গাড়িচাপায় ৩ নারী গার্মেন্টকর্মী নিহত

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, জুন ৪, ২০১৯

পুলিশের গাড়িচাপায় ৩ নারী গার্মেন্টকর্মী নিহত

Manual6 Ad Code

কুমিল্লায় পুলিশের গাড়িচাপায় কাজল, নাসিমা, তানজিনা নামে ৩ নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার চান্দুল এলাকায় এ ঘটনা ঘটেছে।

Manual8 Ad Code

ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানায়, বিকাল পৌনে ৬টার দিকে মহাসড়কের মিয়াবাজার চাণ্ডুল এলাকায় ড্রাগন সোয়েটার ফ্যাক্টরি ছুটি হলে শ্রমিকরা সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষমান ছিল। এ সময় ফেনী থেকে আসা ঢাকাগামী পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ( পিবিআই) একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

Manual3 Ad Code

তিনি জানান, এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পথে ৩ নারী পোশাক শ্রমিক মারা যায়। ড্রাগন সোয়েটার ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন জানান, নিহতরা হল পোশাক শ্রমিক কাজল, নাসিমা, তানজিনা।

Manual5 Ad Code

এ সময় গাড়িতে থাকা ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতদের লাশ ও দূর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..