সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জুন ১, ২০১৯
সিলেটের প্রবীণ আলেম, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার প্রায় অর্ধশতাব্দিকালের শায়খুল হাদিস শিহাব উদ্দিন চতুলী’র জানাজা সম্পন্ন হয়েছে। তার জানাজায় অংশ নিতে মানুষের ঢল নেমেছিল।
শনিবার বিকেল ৩টায় কানাইঘাট চতুল ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন, জামেয়া আহলিয়া মুহসিনিয়া দারুল হাদীস সুরাইঘাট মাদ্রাসার মুহতামিম মাওলানা সফিকুল হক।পরে চতুল ঈদগাহ মাদ্রাসা’র পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।
মাওলানা শিহাব উদ্দিন চতুলী’র জানাজায় অংশ নিতে সকাল থেকে সিলেটের বিভিন্ন জায়গা থেকে লোকজন কানাইঘাটে আসতে থাকেন।
নামাজের পূর্বে মরহুমের জীবনী নিয়ে দেশবরেণ্য আলেম-উলামারা বক্তব্য রাখেন।
এরআগে শুক্রবার দিবাগত রাত ২টায় কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের পর্বতপুর নয়া ফৌদ গ্রামে তাঁর নিজ বাড়িতে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। তিনি ৬ ছেলে ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd