মোদি অহংকারী, দেশ তাকে ক্ষমা করবে না : প্রিয়াঙ্কা

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, মে ৭, ২০১৯

মোদি অহংকারী, দেশ তাকে ক্ষমা করবে না : প্রিয়াঙ্কা

Manual7 Ad Code

ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেস আর বিজেপির মধ্যে চলছে কথার লড়াই। সোমবার হরিয়ানা প্রদেশে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেস সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। মোদির উদ্দেশে তিনি বলেন, ‘অহংকারীকে দেশ কখনো ক্ষমা করে না।’

Manual1 Ad Code

প্রিয়াঙ্কা গান্ধীর এমন মন্তব্যের ঘণ্টাখানেক পর বিজেপি সভাপতি অমিত শাহ পাল্টা মন্তব্য করে বলেছেন, ‘আগামী ২৩ মে ফলাফল ঘোষণা হওয়ার পরই বোঝা যাবে, কে দুর্যোধন আর কে অর্জুন।’

প্রিয়াঙ্কা গান্ধীর বাবা রাজীব গান্ধীকে ‘এক নম্বর ভ্রষ্টাচারী’ বলে আক্রমণ করেছিলেন বিজেপি দলীয় প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদি। মোদির এমন ব্যক্তিগত আক্রমণের তীব্র নিন্দা করেছে ভারতের প্রায় সব বিরোধী দল।

রাজীব গান্ধীর ছেলে এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অবশ্য তার বাবাকে নিয়ে মোদির করা এমন মন্তব্যের তৎক্ষনাৎ জবাব দিয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধীও তার বাবার নামে মোদির অসম্মানজনক মন্তব্যের জবাব দিতে গিয়ে মহাভারতের প্রসঙ্গ টেনে মোদিকে দুর্যোধন বলে কটাক্ষ করেন।

Manual5 Ad Code

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলে, ‘দুর্যোধনের পতনের কারণ ছিল তার অহঙ্কার এবয় তার ঔদ্ধত্য। অন্য কোনও ইস্যু না পেয়ে এখন ওরা (বিজেপি) আমার পরিবারকে অপমান করছে। এই দেশ কখনো অহংকারীকে কখনও ক্ষমা করেনি। ইতিহাস তার প্রমাণ।’

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..