সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুলাল আহমদ (৪২) নামে এক সিলেটি যুবক খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এই খুনের ঘটনা ঘটে। নিহত দুলাল নগরের মাছিমপুর এলাকার মৃত হাজী কুটি মিয়ার তৃতীয় ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, নিহতের চাচাতো ভাই এবং সিলেট সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমদ। মোস্তাক আহমদ জানান, দীর্ঘ প্রায় ১৬-১৭ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ছিলেন দুলাল আহমদ। গতকাল রাতে তিনি ঘরের বাইরে ছিলেন। রাস্তায় তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
তবে দক্ষিণ আফ্রিকার কোন শহরে ছিলেন দুলাল আহমদ, তা নিশ্চিত করতে পারেননি কাউন্সিলর মোস্তাক।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd