সারাদেশে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৪ হাজার, বহিষ্কার ২৭

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৯

সারাদেশে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৪ হাজার, বহিষ্কার ২৭

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সারাদেশে প্রশ্ন ফাঁস মুক্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সারাদেশের ১০টি বোর্ডে মোট ১৪ হাজার ৯৮৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ও অসাধু পন্থা অবলম্বন করায় ২৭ পরীক্ষার্থী বহিষ্কার করা হয়েছে। 

সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এ সব তথ্য জানা গেছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক), সহজ বাংলা ১ম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি ১ম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে কুরআন মাজিদ ও কারিগরি বোর্ডের অধীনে বাংলা ১ম পত্র (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সারাদেশে ১০টি শিক্ষা বোর্ডের অধিনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও এদিন ১৪ হাজার ৯৮৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।

Manual4 Ad Code

এর মধ্যে ঢাকা বোর্ডে মোট ৩ হাজার ৪০ শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। অসাধু পন্থা অবলম্বন করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রাজশাহী বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ৪৪৬ জন। এ বোর্ডে বহিষ্কার হয়নি কেউ। কুমিল্লা বোর্ডে অনুপস্থিতি ৮৫১, বহিষ্কার এক পরীক্ষার্থী। যশোর বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ১৫৬ জন, বহিষ্কার করা হয়েছে একজন শিক্ষার্থীকে।

Manual5 Ad Code

এছাড়া চট্রগ্রাম বোর্ডে অনুপস্থিতি ৯৮৩ জন, বহিষ্কার একজন। সিলেট বোর্ডে ৭১৯ জন। বরিশাল বোর্ডে অনুপস্থিতি ৮০৩ জন, দিনাজপুর বোর্ডে অনুপস্থিতি সংখ্যা ১ হাজার ১৬২ জন।

অন্যদিকে, মাদরাসা বোর্ডে শিক্ষার্থী অনুপস্থিতির সংখ্যা ২ হাজার ৬১৪ জন, বহিষ্কার সংখ্যা ১ জন। কারিগরি বোর্ডে অনুপস্থিতি ২ হাজার ২১৪ জন, শিক্ষার্থী  বহিষ্কার ২২ জন। সব মিলিয়ে উপস্থিতি সংখ্যা ১০ লাখ ৭৮ হাজার ৬০১ জন, অনুপস্থিতির সংখ্যা ১৪ হাজার ৮৯৯ ও বহিষ্কারের সংখ্যা ২৭ জন।

Manual7 Ad Code

এবার দুই হাজার ৫৭৯টি কেন্দ্রে ৯ হাজার ৮১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী দ্বাদশ শ্রেণির এ চূড়ান্ত পরীক্ষা দিচ্ছে। ঢাকার বাইরে এবার বিদেশের আটটি কেন্দ্রে ২৭৫ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে, এর মধ্যে ১২৭ জন ছাত্র, ১৪৮ জন ছাত্রী।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2019
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..