সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে সম্পূরক শুল্কসহ মূসক চালানবিহীন বিপুল পরিমাণ মমো জর্দা ও নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট আটক করেছে সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে র্যাব ও বিজিবির সহযোগিতায় লালদিঘীরপাড় এলাকার নিউ মার্কেটে কামাল ব্রাদার্স নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৬২ লক্ষ টাকা সম্পূরক শুল্কসহ মূসক ফাকি দিয়ে ২ টন মমো জর্দা মজুদ রাখায় তা জব্দ করা হয়।
একই সময় লালদিঘীরপাড় ওরিয়েন্টাল বিল্ডিংয়ে মাসুদ এন্ড মাজেদ এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান থেকে প্রায় ১২ হাজার টাকা সম্পূরক শুল্কসহ মূসক ফাকি দিয়ে প্রায় ৩শত প্যাকেট সিগারেট পাওয়ায় তা জব্দ করে সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর কর্মকর্তাগণ।
সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, আটককৃত পণ্যসমূহের বাজার মূল্য প্রায় ৪৮ লক্ষ টাকা। এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd