সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৮
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট অভিযান পরিচালনা করে ১টি এস্কেভেটর জব্দ এবং ৫০ হাজার টাকা জরিমানা অাদায় করেছে অাদালত৷
এলাকাবাসী সূত্রে জানা যায় পাহাড় খেকু চক্রের সদস্য দীর্ঘ দিন হতে উপজেলার বিভিন্ন স্থানের পাহাড় টিলা কর্তন করে অাসছে৷ গোপন সংবাদের ভিত্তিত্বে গতকাল ১২ সেপ্টেম্বর বিকাল ৩টায় নিজপাট ইউনিয়নের সারীঘাট ডৌডিক গ্রামে সাবেক নিজপাট ইউপি সদস্য অাব্দুল্লাহ মিয়ার বাড়ীতে পাহাড় কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিত্বে উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিমের নির্দেশনায় সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মুনতাসির হাসান পলাশ এর নেতৃত্ব জৈন্তাপুর মডেল থানার এস অাই হাবিব সহ সঙ্গীয় ফৌস নিয়ে অভিযান পরিচালনা করেন৷ এসময় পাহাড় কাটার দায়ে পাহাড় খেকু চক্রের অন্যতম সদস্য হরিপুর এলাকার কালা মিয়ার মালিকানাধীন এস্কেভেটরটি জব্দ করা হয়৷ এসময় পাহাড় কাটার দায়ে কর্তনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়৷
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান কালা মিয়া দীর্ঘ দিন হতে হরিপুর সহ উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় ও টিলা রকম ভুমি এস্কেভেটরের সাহায্যে কর্তন করে মাটি ক্রয় বিক্রয় করে অাসছে৷ এছাড়া তারা অারও বলেন সাবেক ইউপি সদস্য অাইনকে তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে দীর্ঘ ২বৎসেরর বেশি সময় নিজবাড়ী ও তদসংলগ্ন এলাকার পাহাড় কেটে পরিবেশর ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন৷ এছাড়া প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না৷ প্রশাসনের অভিযানকে স্বাগত জানান এবং এস্কেভেটেরটি না ছাড়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেন৷
এবিষয়ে জানতে সহকারী কমিশনার (ভূমি) অভিযানের কথা স্বীকার করে প্রতিবেদককে জানান গোপন সংবাদের ভিত্তিত্বে অামরা অভিযান পরিচালনা করে পাহাড় কাটায় ব্যবহৃত এস্কেভেটর জব্দ করেন এবং পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা করেন৷
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd