সুনামগঞ্জে ফুটবল খেলা দেখতে টিনের চালা ভেঙ্গে আহত অর্ধশতাধিক দর্শক

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৮

সুনামগঞ্জে ফুটবল খেলা দেখতে টিনের চালা ভেঙ্গে আহত অর্ধশতাধিক দর্শক

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: ফুটকল খেলা দেখতে গিয়ে সুনামগঞ্জের ধর্মপাশায় ছাত্রবাসের টিনের চালা ভেঙ্গে কমপক্ষ্যে অর্ধশতাধিক আহত হয়েছেন।’ শুক্রবার রাতে আশংকাজনক অবস্থায় ৫ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুল মাঠে ফুটবল খেলা চলাকালে এ হতাহতের ঘটনাটি ঘটে।’

Manual5 Ad Code

জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের’ ফাইনাল খেলা উপভোগ করতে গিয়ে স্কুলের একটি পুরোনো ছাত্রাবাসের টিনের চালার ওপর অতিরিক্ত দর্শক উঠে পড়েন।’ বিকেল সোয়া ৫টার দিকে অতিরিক্ত চাঁপে স্কুলের টিনের চালা ভেঙ্গে পড়লে দর্শকরা এলোপাতাড়ি দৌড়ঝাঁপ করতে গিয়ে কমপক্ষে অর্ধশতাধিক দর্শক আহত হন। ’

গুরুতর আহত অবস্থায় রিপন মিয়া, জুয়েল মিয়া, দুর্জয় , খোকন , মোফাজ্জলকে ওইদিন বিকেলে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে তাদের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁদেরকে ফের রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।’

Manual8 Ad Code

অন্যান্য আহতদেরকে ধর্মপাশা পার্শ্ববর্তী নেত্রকোনার মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’

Manual8 Ad Code

ধর্মপাশার থানার ওসি শ্রী সুরঞ্জিত তালুকদার শুক্রবার রাতে বলেন, দূর্ঘটনায় প্রাথমিক ভাবে ১৪ জন আহত হয়েছেন বলে জেনেছি।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..