আরিফের বিরুদ্ধে কামরানের আচরণবিধি লঙ্ঘনের দুই অভিযোগ

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০১৮

আরিফের বিরুদ্ধে কামরানের আচরণবিধি লঙ্ঘনের দুই অভিযোগ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আরও দুটি অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।

Manual3 Ad Code

শনিবার (২১ জুলাই) সকালে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলিমুজ্জামানের কাছে এসব অভিযোগ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

Manual5 Ad Code

লিখিতভাবে করা দুটি অভিযোগের একটিতে উল্লেখ করা হয় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী শুক্রবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় নির্বাচনী সভা করেন। রাস্তা বন্ধ করে সভা করায় প্রায় ১ ঘন্টা সেখান দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ফলে রোগী ও তাদের স্বজনদের চলাচলে বিঘ্ন ঘটে।

অপর এক অভিযোগে বলা হয়, আরিফুল হক চৌধুরী নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহের ভেতরের মাঠ ব্যবহার করে নির্বাচনী পোস্টার সাঁটানোর কার্যক্রম চালাচ্ছেন। এর ফলে ঈদগাহের পবিত্রতা নষ্ট হচ্ছে।

এ দুটি অভিযোগ তদন্তপূর্বক আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান শফিকুর রহমান চৌধুরী।

Manual8 Ad Code

উল্লেখ্য, মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে ইতোপূর্বেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ করা হয়েছে। আবার কামরানের বিরুদ্ধেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করছে নির্বাচন কমিশন।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..