সিলেট ৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন বন্দরবাজারস্থ ফুট ওভারব্রিজের কাছ থেকে আব্দুল মনাফ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। তাকে ‘তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছে র্যাব। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল মনাফ গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলি গ্রামের মৃত মনফর আলীর ছেলে।
র্যাবের সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান জানান, আব্দুল মনাফ শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে গোয়াইনঘাট, কোতোয়ালী ও বিমানবন্দর থানায় ১৮-১৯টি মামলা রয়েছে।
আব্দুল মনাফকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওই র্যাব কর্মকর্তা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd