বিশ্বনাথে ইব্রাহিম মস্তানের ওরুসে প্রকাশ্যে মাদকের ছড়াছড়ি

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০১৮

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে অবস্থিত ইব্রাহিম শাহ ওরফে ইব্রাহিম মস্তানের বার্ষিক ওরুসে ছিলো মাদকের ছড়াছড়ি। প্রকাশ্যে গাঁজার ছড়াছড়িতে ওরসে আসা মানুষের কাছে দেখা দেয় বিরুপ প্রতিক্রিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২১মার্চ থেকে ৩ দিন ব্যাপী (২১-২৩মার্চ) উপজেলার শ্রীপুর গ্রামে অবস্থিত ইব্রাহিম শাহ ওরফে ইব্রাহিম মস্তানের বার্ষিক ওরুস শুরু হয়। ওরুসের ২য় দিনে অর্থাৎ ২২ মার্চ রাতে ছিলো প্রকাশ্যে গাঁজা খাওয়ার উৎসব। বিশ্বনাথ থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে সেখানে একদল পুলিশের টহল অব্যাহত ছিলো। কিন্তু পুলিশের চোঁখে ফাঁকি দিয়ে মাজারের বাড়িতে ঘরের ভিতরে প্রকাশ্যে চলে মাদক সেবন। ইতিপূর্বে ২০১০ সালের আগষ্ট মাসে ওই মাজারে বার্ষিক ওরসে প্রকাশ্যে মদ-গাঁজার ছড়াছড়ি হলে বিভিন্ন পত্রিকায় স্বচিত্র সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে মাজার পরিচালনা কমিটি ও পুলিশ প্রশাসন কিছুটা কঠোর অবস্থানে থাকায় পরের বছর থেকে মদ-গাঁজার ছড়াছড়ি অনেকটা কমে যায়। কিন্ত এবারের ওরসে ফের মাদকের ছড়াছড়ি দেখতে পাওয়া যায়।

এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ওরুস থাকাকালীন অবস্থায় মদ-গাঁজা খাওয়া কিংবা বিক্রি আমার চোখে পড়েনি। এছাড়া রাতে আমরা কয়েকবার ধাওয়া করেছি। ওরসে যাতে মাদক সেবন অথবা বিক্রি কেউ না করতে পারে সেজন্য আমরা তৎপর রয়েছি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..