সিলেট ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : এক স্কুলছাত্রীকে জড়িয়ে ধরে প্রেম নিবেদনের চেষ্টা করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে এক বখাটে। গ্রামবাসী তাকে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করলে ওই ছাত্রীকে আর সে উত্ত্যক্ত করবে না বলে মুচলেকা দিয়ে তাকে মুক্ত করে পরিবার।
সোমবার সকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের কাজিপাড়ার একটি কোচিং সেন্টারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার মনোহরপুর গ্রামের এক কিশোরী জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। তাকে প্রেম নিবেদনের চেষ্টা করে পুরতান তেঁতুলিয়া গ্রামের মনির হোসেনের ছেলে কারখানা শ্রমিক সোহাগ (১৮)।
সোমবার সকালে ওই ছাত্রী কাজিপাড়ার একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে সোহাগ তাকে জাপটে ধরে প্রেম নিবেদন করে।
এ সময় ভয়ে চিৎকার শুরু করলে স্কুলছাত্রীকে সোহাগ মারপিট করতে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী ছুটে এসে বখাটেকে ধরে গণধোলাই দিয়ে বেঁধে রাখে।
পরে সোহাগকে উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও মো. সেলিম রেজার কাছে সোপর্দ করা হয়। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা এসে ইউএনওর কাছে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd