গোয়াইনঘাটে হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজ শেষ পর্যায়ে

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৮

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক হাওর রক্ষা বাঁধ নির্মাণের জন্য চলতি বছর ৬ টি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পগুলি হল উপজেলার তোয়াকুল ইউনিয়নের তুড়ুকভাগ-নোয়াপাড়া হাওর, রুস্তমপুর ইউনিয়নে কুড়িখলা হাওর, ডৌবাড়ী ইউনিয়নে ডৌবাড়ী হাওর, পশ্চিম জাফলং ইউনিয়নে গহড়া হাওর এবং নন্দিরগাঁও ইউনিয়নের হাইলা বিল হাওর। উক্ত ৬টি প্রকল্পের জন্য পানি উন্নয়ন বোর্ড মোট ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে। গত ৮ নভেম্বর সভা আহবান করে উপজেলা কমিটি গঠন করা হয়। কাবিখা নীতিমালা ২০১৭ অনুযায়ী বরাদ্দকৃত ৩৫ লক্ষ টাকা সোনালী ব্যাংক গোয়াইনঘাট শাখায় পানি উন্নয়ন বোর্ড গোয়াইনঘাট নামক নতুন একান্ট খুলে ওই টাকা জমা করা হয়। ৩০ নভেম্বর উপজেলা কমিটির সভায় ৬টি প্রকল্পের অনুকূলে পিআইসি কমিটি গঠন করা হয়। ৯ জানুয়ারী উপজেলা কমিটি ও পিআইসি কমিটি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১ম কিস্তির টাকা চেক ক্রসের মাধ্যমে সংশ্লিষ্ট প্রকল্পের অনুকূলে প্রদান করা হয়। সরেজমিন পরিদর্শন কালে দেখা যায়, প্রকল্প গুলির মধ্যে হাইলা বিল হাওর, গহড়া হাওর, ডৌবাড়ী হাওর, কুড়িখলা হাওর এবং লংপুর হাওরের কাজ প্রায় শতকরা ৮০ উপরে সম্পন্ন হয়েছে। বাকী তুড়ুকভাগ-নোয়াপাড়া হাওর রক্ষা বাঁধের নির্মাণ কাজ পার্শ্ববর্তী স্থানে পানি থাকায় শতকরা ২০ ভাগের কাছাকাছি শেষ হয়েছে। এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের উপজেলা কমিটির সভাপতি বিশ্বজিত কুমার পাল বলেন, হাওর রক্ষা বাঁধে কোন রকম দুর্নীতি যাতে না হয় সে জন্য প্রকল্পগুলি আমি নিয়মিত পরিদর্শন করেছি। তুড়ুকভাগ-নোয়াপাড়া হাওর রক্ষা বাঁধ ছাড়া বাকী সব কয়টি প্রকল্পের কাজ প্রায় শেষ প্রান্তে। এ ক্ষেত্রে উক্ত কমিটির প্রতিটি সদস্য নিয়মিত উক্ত প্রকল্পগুলি পরিদর্শন করে যথাযথভাবে কাজ সম্পন্ন করতে সহযোগিতা করায় আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..