সিলেটবাসী আবারো জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দেখতে চায় : জয়া সেন

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৮

সিলেট :: মাদার অব হিউম্যানিটি, বাংলার সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিলেট আগমন ও আলিয়া মাদ্রাসার মাঠের জনসভা সফল করার লক্ষ্যে জাতীয় নেতা, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান এবং ৮ বারের সংসদ সদস্য হওয়ার নেপথ্যের কারিগর (প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত) তাঁর স্ত্রী ড. জয়া সেন গুপ্ত বলেছেন, বাংলাদেশের জনগণ ও বিশ্ব নেতৃবৃন্দের পছন্দের তালিকায় এদেশ পরিচালনা করতে আবারো শেখ হাসিনা পছন্দের এক নম্বর তালিকায়। তাই পূণ্যভূমি সিলেট থেকেই নৌকার বিজয় শুরু হবে। আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি, প্রাণের নেত্রী শেখ হাসিনার জন্য পূণ্যভূমি সিলেটের লাখো মানুষ অধীর আগ্রহে তাকে স্বাগত জানাতে প্রস্তুত। একটি দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে উন্নয়নমূলক যে কর্মকান্ডের নজির রেখেছে আওয়ামীলীগ সরকার এদেশের মানুষের মধ্যে তা ইতিহাস সৃষ্টি করবে। তাই দলমত নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ আবারোও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই ক্ষমতায় সিলেটবাসী আবারো প্রধানমন্ত্রী দেখতে চায়। আর সেজন্যই ৩০ জানুয়ারি মঙ্গলবার সিলেট শেখ হাসিনার জনসভা পরিণত হবে জনসমুদ্রে। সিলেট মদিনা মার্কেট ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগ‘র যৌথ উদ্যোগে গতকাল ২৯ জানুয়ারি সোমবার রাতে মদিনা মার্কেটস্থ এলাকায় প্রচার মিছিল পথ সভায় প্রধান অতিথির বক্তব্য উপরুক্ত কথা গুরো বলেন । সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন‘র সভাপতিত্বে দক্ষিন সুনামগঞ্জের শিমুলবাক ইউনিয়নে চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান জিতু ও মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান আতিক‘র যৌথ পরিচালনায়,

বিশেষ অতিথি হিসওিব উপস্থিত বক্তব্য রাখেন, সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার আসনের এমপি মুহিবুর রহমান মানিক এমপি, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এড’ রাজ উদ্দিন, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সুজাত আলী রকিব, সিলেট মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জগদীশ চন্দ্র দাশ, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ এর সাবেক জি’এস বিদান কুমার সাহা, মহানগর আওয়ামীলীগ উপদেষ্টা পরিষদের সদস্য এস’এম’ নুনু মিয়া, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম নজু, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: মোস্তফা দিলোয়ার আল-আজহার, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা আজাদুর রহমান আজাদ, সিদ্দেক আহমদ, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ সারোয়ার সবুজ, মহানগর যুবলীগের সদস্য মন্টু কুমার পাল, ছাতক আওয়ামীলী নেতা আফজল আহমদ, সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি উস্তার আলী, জেলা ছাত্রলীগের স্হ-সভাপতি মনিরোজ্জাম সেলিম, সুনামগঞ্জ জেল পিষদের সদস্য ফাজিয়ারা বেগম সাম্মী, সিলেট জেলা পরিষদ সদস্য সাহিনুর রহমান ,দক্ষিন সুরমা যুবলীগের যুগ্ন আহবায়ক মোছাতেক হোসেন মোসা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম. রশিদ আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বিদ্যুৎ ভূষন দেব, মহানগর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ধনঞ্জ্যয় দাশ ধনু, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা কবির আহমদ, যুবলীগ নেতা কয়সর আহমদ,যুবলীগ নেতা লিটন পাল, শ্রমিক লীগ নেতা শাহবুদ্দিন আহমদ, খালেদ আহমদ, মদরিছ আলী, ছাত্রলীগ নেতা মোঃকাদির খান,মোঃআমিনুর রহমান,৮নং ওয়াড ছাত্রলীগের সভাপতি বিদ্যুৎ দাশ, খোকন আহমেদ খোকা, এ’কে’ এম সাজু, আফসর রহিম, কাউসার আহমেদ কামালী, সত্যজ্যোতি দাশ,শপেন্দ্র সরকার মূল্যল কান্তি দাস,ছোঠন, হিমেল দাস রিকি,আকিব অপু,সাফায়েত খান,রুবেল দাস, মঞ্জু মালাকার,জামিল আহমদ, জালালাবাদ থানা ছাত্রলীগের যুগ্ন সাধারস সম্পাদক সুদীপ তালুকদার, সাদিক, মুন্না, নাঈম, নিক্রেন দাশ, ঝলক রায়, সঞ্জয় তালুকদার,সম্রাঠ দাশ,সৈকত সুমন মিয়া, সোহাগ মিয়া, রুপক রায়, জয় রায়, মাছুম, তুষার, তারেক, আরিফ ও খলিল প্রমুখ।প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..