ক্রাইম সিলেট ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারন সম্পাদক লাকি আহমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারী পরোয়ানা জারির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ২০ তারিখ এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, জনগণের মধ্যে ভীতি ও আতংক ছড়িযে দিয়ে চিরদিন রাষ্ট্রক্ষমতায় আসীন থাকার স্বপ্নে বিভোর হয়েই বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করার মহোৎসব চালিয়ে যাচ্ছে। দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতার এবং তাদের নামে নতুন নতুন মামলা দায়ের ও কারান্তরীণ করা যেন শাসকগোষ্ঠীর এক ধরনের খেলায় পরিণত হয়েছে। বিদেশে থাকা অবস্তায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতার্কমীদেরকে তাদের দলীয় লোকদিয়ে ও আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে মিথ্যা মামলা দায়ের করিতেছে এবং পুলিশী তল্লাশীর নামে বাসা-বাড়ীতে হয়রানি করছে ।যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক লাকি আহমদ চরম প্রতিহিংসা পরায়ণ রাজনীতির শিকার। তিনি অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের কৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট ও ভুয়া মামলা প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন।