ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সার্বিক ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ২৪ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৮৯ দশমিক ৫৩ শতাংশ।

Manual7 Ad Code

এছাড়া জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যেও এগিয়ে রয়েছে মেয়েরা। মোট জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৩১৭০ জন ছেলে আর ৪৪৫১ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে। সবমিলিয়ে পরীক্ষায় অংশ নেয়াদের মধ্যে ৬৯ হাজার ৮৯ জন মেয়ে এবং ৫১ হাজার ৭৯৩ জন ছেলে পাস করেছে।

শনিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।

Manual3 Ad Code

সিলেটে এবছর পাসের হার এ বছর পাসের হার শতকরা ৮৯ দশমিক ৪১ ভাগ। যেখানে গত বছর পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৭ শতাংশ। সে দিক থেকে এবার পাসের হার কমেছে ৩ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে, এ বছর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬২১ জন। যা গত বছরের চেয়ে ২ হাজার ৬৩৪ কম।

Manual3 Ad Code