সিলেট ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৭
আজ শনিবার (৩০ ডিসেম্বর) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হবে দিনটি।
আজ থেকে প্রায় ৮৭৭ বছর আগে হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি বড়পীর হজরত আবদুল কাদের জিলানি (র.) ইন্তেকাল করেন। তার ওফাতের দিনটি মুসলমানদের কাছে ফাতেহা-ই-ইয়াজদাহম নামে পরিচিত।
ইয়াজদাহম ফারসি শব্দ। যার অর্থ এগারো। ফাতেহা-ই-ইয়াজদাহম বলতে রবিউস সানি মাসের ১১ তারিখ বোঝায়। ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শনিবার বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে ওয়াজ করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। ঢাকার আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়াসহ বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
রাজধানী ছাড়াও সারাদেশে যথাযথ মর্যাদায় দিনটি পালিত হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd