বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলায় নিরাপদ সড়ক ব্যবহার ও ট্রাফিক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সিলেট রেঞ্জ ট্রাফিক বিভাগের আয়োজনে ২৮ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের নতুনবাজারস্থ সিএনজি ষ্ট্যান্ড অফিসে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। টি.আই বিশ্বনাথ জোন মিজানুর রহমানের সভাপতিত্বে ও টিএসআই আবদুল ওয়াহিদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক নেতা ময়না মিয়া।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ ট্রাক শ্রমিক শাখার চেয়ারম্যান আলাল আহমদ, লাইটেস শাখার সাংগঠনিক সম্পাদক শাহানুর আলী, নতুর বাজার সিএনজি ষ্ট্যান্ডের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বাস শাখার বিশ্বনাথ ম্যানেজার আনোয়ার মিয়া, সিএনজি শাখার ম্যানেজার আখলুছ মিয়া, শ্রমিক নেতা তুরাব আলী, হেলাল মিয়া,জুনাই মিয়া, গিয়াস উদ্দিন, মিজানুর রহমান, জমির আলী, আফিজ, শাহ আজম আলী, জামিল উদ্দিন প্রমুখ।
বক্তারা নিরাপদ সড়ক ব্যবহার ও বিভিন্ন ট্রাফিক সাইন সিগনাল বিষয়ে আলোচনা করেন। এ সময় যানবাহনের বৈধ কাগজপত্র, চালকদের ড্রাইভিং লাইসেন্স, বাহন ক্রুটিহীন রাখার ব্যাপারে উন্মুক্ত আলোচনা হয়।
Sharing is caring!