সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার অন্তর্গত বড়লেখা উপজেলায় শিবির নেতা ছাব্বির আহমদ সহ জামাত শিবিরের প্রায় ১২ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার বর্তমান সভাপতি ও ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি মাস্টার আজির উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক প্রেস ব্রিফিং-এ বলেন, জেলা জজ আমাদের ভাইদের জামিন নামঞ্জুর করায় আমাদের মামলা পরিচালনা কমিটি উচ্চ আদালতে জামিনের বিষয়ে প্রার্থনা করলে উচ্চ আদালত আমাদের নেতাকর্মীদের জামিন মঞ্জুর করেন।
তিনি বলেন, সরকার রাজনৈতিক হয়রানি ও সঠিক গণতন্ত্র চর্চা থেকে মানুষকে দূরে রাখতে বিরোধী দলীয় নেতাকর্মীদের দিনের পর দিন, মাসের পর মাস কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রাখছে। এরই অংশ হিসেবে মেধাবী ছাত্র ও ছাত্র নেতা ছাব্বির আহমদ, জুবের আহমদ, শাহেদ আহমদ সহ আরও অনেক নেতাকর্মীকে দীর্ঘ ২৯ দিন বন্দী করে কারাগারে আটকে রেখেছিল। আমরা সরকারকে পরিষ্কার ভাবে জানাতে চাই, খুন, গুম, হত্যা, গায়বী মামলা, জেল-জুলুম নির্যাতন করে বিরোধী দলের নেতাকর্মীদের দমানো যাবে না। আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাব। আমরা দেশের সার্বিক উন্নয়নে ও দেশের মানুষের আশা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি সবাইকে সংঘবদ্ধ হয়ে সৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd