সিলেট ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৭
গোয়াইনঘাট প্রতিনিধি :: দৈনিক শ্যামল সিলেট পত্রিকার গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য মো. ইব্রাহিম খলিলের পিতা আলহাজ্ব মাষ্টার আব্দুল করিম মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…. রাজিউন)!
তার এই মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
গতকাল বুধবার বাদ জোহর উপজেলার জয়নগর মাদ্রাসা মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়েছে। এসময় শত শত শোকার্ত মানুষের ঢল নামে। গোটা এলাকায় নেমে পড়ে শোকের ছায়া।
জানাযায় বিএনপির কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি, গোয়াইনঘাট বিশ^বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সহ সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সভাপতি মনজুর আহমেদ যুগ্ম সসাধারণ সম্পসাদক করিম মাহমুদ লিমনসহ স্থানীয় এলাকার মুসল্লীরা জানাযায় অংশ নেন। জানাযা শেষে পাররিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যুর খবর শুনে সিলেট-৪ আসনের সংসদ ইমরান আহমেদ, সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, উপজেলা চেয়ারম্যান আব্দুর হাকিম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিশজিত কুমার পাল, ওসি গোয়াইনঘাট মো. দেলওয়ার হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ মতিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd