এটাই আমার শেষ নির্বাচন!

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৭

Manual1 Ad Code

কর্মে নিষ্টায় এখনো অবিচল সিলেটের সাংবাদিকতা জগতের প্রিয়মুখ এমএ হান্নান। ছোট-বড় সকলের কাছে তাঁর একইটাই পরিচয় ‘হান্নান ভাই’। আছেন সিলেটের প্রাচীনতম দৈনিক সিলেট বানীর নির্বাহী সম্পাদকের দায়িত্বে।

Manual6 Ad Code

১৯৮০ ইংরেজির আগে থেকেও সিলেটের সংবাদপত্র-সাংবাদিকতায় বিচরণ তাঁর। সিলেট বানী পরিবারের সঙ্গে জড়িয়ে সেই ১৯৮৫ সাল থেকে।

শুধু স্থানীয় দৈনিকই নয়, জাতীয় বেশ কিছু দৈনিকেও কাজ করেছেন তিনি।

Manual7 Ad Code

দীর্ঘ এই সাংবাদিকতা জীবনে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কখনো পদ-পদবীর গৌরব ছুতে পারেনি তাঁকে। মর্যাদার আসনে থেকেও কাজ করে যাচ্ছেন একনিষ্ট কর্মী হিসেবে। তাঁর হাতে গড়া অনেকে সাংবাদিকতায় এখনো দ্রতি ছড়াচ্ছেন।

Manual8 Ad Code

সিলেটের সংবাদপত্র ও সাংবাদিকদের প্রিয়মুখ এমএ হান্নান এবার সহ সভাপতি পদে প্রার্থী হয়েছেন শতবর্ষের সাংবাদিকতার স্মারক সিলেট প্রেসক্লাবে।

এতোদিন নিভৃতচারি হিসেবে কাজ করলেও এবার সংগঠনের হয়ে সাংবাদিকদের সুখ-দু:খ আর মধুর যন্ত্রনার অংশিদার হতে চান তিনি।

Manual6 Ad Code

তাঁর মতে-জীবনে প্রথমবার নির্বাচনে দাঁড়াচ্ছি। হয়তো এটাই হতে পারে আমার শেষ নির্বাচন!

 

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..