সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৭
সিলেট :: করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (২০১৮-২০২০) গত ৯ ডিসেম্বর শনিবার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠিত হয়। জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি’র সভাপতি খন্দকার সিপার আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সহ সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ নির্বাচন পরিদর্শন করেন।
নির্বাচনে সভাপতি হিসেবে মোঃ আব্দুল অদুদ (পাভেল) আনারস প্রতীক নিয়ে ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকতম প্রতিদ্বন্ধি মোঃ আব্দুল কাইয়ূম ছাতা প্রতীক নিয়ে ১৪৪ ভোট পান। সাধারণ সম্পাদক হিসেবে হিলাল আহমদ চাকা প্রতীক নিয়ে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকতম প্রতিদ্বন্ধি মাওলানা আজহারুল ইসলাম চৌধুরী মোবাইল প্রতীক নিয়ে ২০৩ ভোট পান। অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ সভাপতি মারুফ আহমদ চৌধুরী, সহ সভাপতি জাকারিয়া আহমদ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী মিশু, ২য় যুগ্ম সাধারণ সম্পাদক এহসান আহমদ জাহেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজল হোসেন, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, ধর্ম সম্পাদক মাওলানা আমিন আহমদ রাজু, প্রচার সম্পাদক মোঃ মুরাদুজ্জামান চৌধুরী, সহ প্রচার সম্পাদক মোঃ আব্দুস সালাম, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল বাছিত, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ ইয়াহইয়া, সমাজকল্যাণ সম্পাদক মাসুদ হায়দার জালালাবাদী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ তালহা খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জায়েদ আহমদ, বন্দোবস্থ সদস্য মোঃ জামাল মিয়া, সৈয়দ তালিব উদ্দিন, সাধারণ সদস্য মোঃ আবুল হারিছ, মকসুদুর রহমান চৌধুরী, মোঃ আলমগীর হোসেন (কালা মিয়া)।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd