সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৭
Sharing is caring!
ক্রাইম ডেস্ক : গোয়াইনঘাট উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে তারা কানাকানি করলেন কিছু সময়। কি কথা চলছে কানে কানে? এমন প্রশ্নে ব্যাপক কৌতুহল দেখা দেয় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে।
তারা হলেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহানগর বিএনপির সভাপতি আরিফুল হক চৌধুরী।
পরে এ প্রতিবেদকের সাথে আলাপকালে সিসিক মেয়র জানান, বিএনপির সাংগঠনিক তৎপরতা নিয়ে তার সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাহান।
তিনি আরিফের কাছে জানতে চেয়েছেন, নেতাকর্মীদের অবস্থা। আগামী সংসদ নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচনে জয়লাভের ব্যাপারে তাদের কর্মতৎপরতা কেমন, তারা কি চান, কি করলে নগরীর প্রতিটি ওয়ার্ড কমিটিকে আরও সক্রিয় করা যাবে, এসব বিষয় নিয়েই কথা হয়েছে দুই নেতার।
শাহজাহান প্রধান অতিথির বক্তব্যে বলেন, গেলো সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীরা যেমন বিপুল ভোটের ব্যাবধানে সরকার দলীয় প্রার্থীদের পরাজিত করেছেন, সুষ্ঠু নিবাচন হলে এবারও তাই হবে। জেল-জুলুমের মাধ্যমে বিএনপির প্রার্থীদের দমিয়ে রাখা যাবে না।
শুক্রবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের জাফলং আমীর মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠানে শাহজাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন আহমদ মিলন, মোস্তাক আহমদ, সহ ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, জাসাসের সভাপতি চিত্র নায়ক হেলাল খান।
………………………..
Design and developed by best-bd