সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:32 AM, December 9, 2017
Sharing is caring!
নিজস্ব প্রতিনিধি : সিলেট মহানগরীর শাহপরান থানাধীন মেজরটিলা বাজার ও শাহপরান গেইট এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদর কোম্পানি , সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক মো. ফয়জুল্লাহর সমন্বয়ে অভিযানে বিএসটিআই অনুমোদিত না থাকায়, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রয় এবং ওজনে কম দেওয়ায় ভোক্তা অধিকার আইন এর ৩৭ ধারায় ৬টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়।
এদের মধ্যে ফিজা এন্ড কোং-কে ১২ হাজার টাকা, কাচা মিয়ার গরু মাংসের দোকানের মালিককে ৪ হাজার টাকা, সাপা বয়লা হাউজের মালিককে ৩ হাজার টাকা, মাছ ব্যবসায়ী নিজাম উদ্দিনকে ১৫শ’ টাকা, বিলাস হোটেলকে ৪ হাজার টাকা, কোয়ালিটি ফুডকে ৫০ হাজার টাকা ও বে-লিফ চাইনিজ রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা সর্বমোট ৮৯ হাজার ৫০০ টাকা টাকা জরিমানা করা হয়।
জরিমানা পূর্বক তাদেরকে ছেড়ে দেওয়া হয়। জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব।
………………………..
Design and developed by best-bd