সিলেট ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১১ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৭
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক : ওসমানীনগরে আওয়ামীলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার তাজপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল বিনিময়ে চারদিকে আতংক ছড়িয়ে পড়ে তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এসময় বাজারের ব্যবসায়ীরা আতংকে বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। আতংকিত হয়ে পড়ে্ন মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেতাকর্মীরা দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়াতে শক্তি সঞ্চয় করলেও ব্যবসায়ীদের প্রতিবাদী ভূমিকা এবং পুলিশি অবস্থানের কারণে শক্তি প্রয়োগ করতে পারেনি।
জানা যায়,উপজেলা স্বেচ্চাসেবক লীগের আহবায়ক চঞ্চলপাল ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া গ্রুপের বেঙ্গাত্মক শব্দ উচ্চারণকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এদিকে রাজনৈতিক গ্রুপ গুলোর তাজপুর বাজার কেন্দ্রিক সংঘর্ষের ঘটনার প্রতিবাদ জানাতে দুপুরে দোকানপাঠ বন্ধ করে মহাসড়কে নেমে পড়ে ব্যবসায়ীরা। তাদের দাবি কিছু দিন পর পর রাজনৈতিক গ্রুপ গুলোর হানাহানির কারণে ব্যাপক লোকসানের শিকার হয়ে আসছেন।
এমন কার্যকলাপ বন্ধের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা। তবে তাৎক্ষণিক পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন তারা। অবরোধ স্থাপনকালে সেনাবাহিনীর দু’টি গাড়িও আটকা পড়তে দেখা যায়। তাজপুর মঙ্গলচন্ডী নিশি কান্ত উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য আজাদ মিয়া বলেন, সংঘর্ষের কারণে পরীক্ষারত শিক্ষার্থীরা আতংকিত হয়ে পড়ে। অনেক শিক্ষার্থীর পরীক্ষা শেষ হলেও বিদ্যালয়ে আটকে থাকতে হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান রব্বানী বলেন, বাজারের এই ধরণের মারামারির কারণে ব্যবসায়ীরা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে। ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। সবধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে বলেও জানান তিনি।
………………………..
Design and developed by best-bd