সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৭
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর দক্ষিণ সুরমা ঝালোপাড়া এলাকায় ভারতীয় তীর খেলা এখনো বন্ধ হয়নি। প্রতিদিন ঝালোপাড়ার আজাদ ও সুবেলের নেতৃত্বে কয়েকটি স্পটে এ তীর খেলা চলছে।এর আগে তাদের নেতৃত্বে দক্ষিন সুরমার বিভিন্ন সড়কের পাশে তিন তাস খেলা চলে আসছিলো। ইদানিং তীর খেলা ব্যাপক আকার ধারণ করেছে। তারা প্রতিদিন তীর খেলার মাধ্যমে লোকজনের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।
আর এদিকে কদমতলী পুলিশ ফাড়ির অসাধু চাঁদাবাজ পুলিশ ওই জুয়াড়ীদের কাছে থানার নামে নিচ্ছে দৈনিক তিন হাজার আর ফাড়ির নামে পাঁচ হাজার করে নিচ্ছেন চাদা। জুয়াড়ীরা এই অসাধু পুলিশকে টাকা দিয়ে চালিয়ে যাচ্ছে তাদের এই অবৈধ জুয়া। দিন হলেই ডিউটিতে সময় না দিয়ে জুয়াড়ীদের পিছনে সময় পার করছেন, তারা আইনের রক্ষক হয়ে বক্ষকে পরিনত হয়েছে তারা।
ফলে এক শ্রেণীর যুবক তীর খেলা লাভজনক মনে করে এতে অংশ নিয়ে সর্বস্বান্ত হচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd