সিলেট ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর ওসমানী মেডিক্যাল কলেজ এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শনিবার (০২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর স্পেশাল কোম্পানি, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মেডিকেল কলেজ রোডস্থ পংকী রেস্ট হাউজ এর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা তিন ছিনতাইকারী হলো- মো: নুরল ইসলাম খাঁন (২৪), মো: জামিল আহমদ (২৮) ও মো: তমিজ আলী (৩০)। এসময় তাদের কাছ থেকে ১টি ছুরি, বিভিন্ন ব্রান্ডের ৬টি মোবাইল সেট ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত সিলেট জেলার বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিলো। এছাড়াও তাদের গড়ে তোলা চক্রের মাধ্যেমে বিভিন্ন সময়ে অসহায় নিরীহ মানুষের প্রয়োজনীয় মূল্যবান জিনিস ছিনতাই করে ক্ষতি সাধন করে।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd