বড়লেখায় চেয়ারম্যান আজির উদ্দিনের বিরুদ্ধে দায়িত্ব প্রদানে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৭

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০নম্বর দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আজির উদ্দিনের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদানে অনিয়মের অভিযোগ ওঠেছে।
এ ব্যাপারে ১নম্বর প্যানেল চেয়ারম্যান ছওয়াব আলী গত বুধবার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। বিধি মোতাবেক ইউপি চেয়ারম্যান দায়িত্ব পালনে অসমর্থ হলে ১নম্বর প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব প্রদানের কথা। কিন্তু নিয়ম লঙ্ঘন করে ৩নম্বর প্যানেল চেয়ারম্যান (ইউপি মেম্বার) দেলোয়ার হোসেন দুলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করায় পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির চেয়ারম্যান প্যানেল-১ হলেন ৬নম্বর ওয়ার্ড মেম্বার ছওয়াব আলী। ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন পবিত্র ওমরাহ পালনের জন্য দায়িত্ব থেকে ছুটি নেন। নিয়ম অনুযায়ী তিনি চেয়ারম্যান প্যানেল-১ ছওয়াব আলীকে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা। কিন্তু বিধিবর্হিভূতভাবে আজির উদ্দিন গত ২৯ নভেম্বর তার খালাতো ভাই চেয়ারম্যান প্যানেল-৩ ও ৩নম্বর ওয়ার্ড মেম্বার মো. দেলোয়ার হোসেন দুলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পন করেন। এতে পরিষদের সকল ইউপি মেম্বার, সংরক্ষিত মহিলা সদস্য ছাড়া সর্ব সাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
অভিযোগকারী চেয়ারম্যান প্যানেল-১ ছওয়াব আলী জানান, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন এর আগেও আমাকে দায়িত্ব দিয়ে বিদেশ সফর করেন। স্থানীয় সরকার বিভাগের আইন অনুযায়ী এবারও আমাকেই দায়িত্ব প্রদানের কথা। কিন্তু আইন লঙ্ঘন ও পরিষদের সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি নিজের খালাতো ভাই ও ৩নম্বর প্যানেল চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন দুলালকে লিখিতভাকে দায়িত্ব অর্পন করেন।
এ ব্যাপারে দায়িত্ব প্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন দুলাল শুক্রবার বলেন, ‘চেয়ারম্যান আমাকে দায়িত্ব দিয়েছেন লিখিতভাবে। রেজুলেশন আকারে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে সব সদস্যের স্বাক্ষর রয়েছে। অভিযোগ কেন করা হয়েছে তা বুঝতে পারছি না। আমাকে দায়িত্ব দেওয়ার অনুলিপি প্রশাসনের সকল অফিসে দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহেল মাহমুদ শুক্রবার বলেন, ‘অভিযোগ পেয়েছি। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৩ অনুচ্ছেদে বলা আছে চেয়ারম্যানের অনুপস্থিতি বা অন্য যে কোন কারণে চেয়ারম্যান দায়িত্ব পালনে অসমর্থ হইলে তিনি পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত চেয়ারম্যানের প্যানেল হইতে অগ্রাধিকারক্রমে একজন সদস্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করিবেন। এ আইন অনুসরণযোগ্য।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..