সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুর থেকে বিপুল পরিমান ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সিনি: এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে জৈন্তাপুর থানাধীন চতুল বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে চতুল বাজার ব্রীজের পশ্চিম পাশের্^ পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে ৫৪৫ পিছ ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ও ১টি সিম কার্ডসহ উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামী হলো- জৈন্তাপুর থানাধীন লক্ষীপ্রসাদ গ্রামের ফয়জুর রহমানের ছেলে মো: আ: লতিফ (৪০)।
উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃত আসামীকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব-৯।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd