সিলেট ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৭
Sharing is caring!
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারের চা খাওয়া বিলের টাকা চাওয়াকে কেন্দ্র করে বর্তমান মেম্বার ও সাবেক মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদেরকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার শাহনুর মিয়ার ভাতিজা খলিল মিয়ার চায়ের দোকানে একই ওয়ার্ডের বর্তমান মেম্বার আবুল হোসেনের ভাতিজা তারেক মিয়া চা খেয়ে বিল দিবে বলে হুংকার দেয় এবং বলে আমি টাকা না দিলে কোন শুক্তি নেই আমার নিকট গতে জোর কওে টাকা নিতে পারবে। এই কথা নিয়ে একে উপরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপি এ সংঘর্ষে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে বর্তমান মেম্বার আবুল হোসেনের ছেলে কামরান ও সাবেক মেম্বার শাহনূর মিয়ার ছেলে কবির মিয়াকে আশংকাজনক অবস্থায় তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার আরো অবণতি হওয়ায় তাদেরকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যান্যদের শ্রীপুর উপস্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের কবির মিয়া (৩৩), কামরান (২৪), সেলিম (৩৭), সুজন মিয়া (৩৫) আহত হয়। তাৎক্ষনিক বাকিদের নাম জানা যায়নি।
এ ব্যাপারে তাহিরপুর থানা ওসি (তদন্ত) আসাদুজ্জামান হাওলাদার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা স্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
………………………..
Design and developed by best-bd