সিলেট ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৭
সাংবাদিক ইকবাল মনসুরকে দেখতে সোমবার (২৭ নভেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামূল কবির, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক আইন সম্পাদক ও মহানগর আওয়ামীলীগ নেতা বেলাল খান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়ছ, ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল আহমদ, মহানগর যুবলীগের অন্যতম নেতা শেখ রেজাউল করিম হাসান প্রমুখ।
এসময় তিনি সাংবাদিক ইকবাল মনসুরের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর আশু রোগমুক্তি কামনা করেন।
উল্লেখ্য, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও দৈনিক শ্যামল সিলেট চিফ ফটোসাংবাদিক ইকবাল মনসুর গুরুতর অসুস্থ হওয়ায় গত ১৫ নভেম্বর জরুরি অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের নিচ তলার ২৬ নম্বর ওয়ার্ডের পেয়িং ১৫ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভারতে নিয়ে যাওয়া পক্রিয়া চলছে। বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd