সিলেট ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭
Sharing is caring!
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ পুলিশ সুপার গোল্ড কাপ প্রতিযোগীতায় বিশাল জয় পেয়েছে ছাতক উপজেলা একাদশ । জয়ের ধারা অব্যাহত রেখে তারা রবিবার বিশ্বম্ভরপুর থানা একাদশকে ৬-১ গোলে বিধ্বস্থ করে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে।
রিববার বিকেল ৩ টায় সুনামগঞ্জ ষ্টেডিয়ামে মুখোমুখি হয় ছাতক ও বিশ্বম্ভরপুর থানা একাদশ। শুরু থেকেই খেলা নিয়ন্ত্রনে নিয়ে যায় ছাতক থানা একাদশ। সম্পূর্ন চাপে রেখে এক-এক করে ৬টি গোল বিশ্বম্ভরপুর থানা একাদশের জালে জড়াতে সক্ষম হয় ছাতক উপজেলা একাদশের খেলোয়াড়রা।
৯০ মিনিটের খেলায় অধিকাংশ সময়ই প্রতিপক্ষে ডি বক্সে ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করে ছাতকের খেলোয়াড়রা।
প্রথমার্ধের শুরু থেকেই খেলায় খেই হারিয়ে নিয়মিত গোল হজম করতে থাকে বিশ্বম্ভরপুর। খেলা শেষে বিশাল বিজয় নিয়ে মাঠ ছাড়ে ছাতক একাদশ।
এর আগে ২১ নভেম্বর ৩-০ গোলে পরাস্থ করে জামালগঞ্জ থানা একাদশকে। ধারাবাহিক সাফল্য অর্জন করায় ছাতক উপজেলা একাদশকে অভিনন্দন জানিয়েছেন, ছাতক দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক‚ ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত লাহিন‚ ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান, উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ‚ ক্রীড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া সহ ক্রীড়ামোদি লোকজন।
………………………..
Design and developed by best-bd