সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:09 PM, November 26, 2017
Sharing is caring!
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতাঃ গোয়াইনঘাটে নজরুল হত্যা মামলার মুল আসামী পুলিশের হাতে আটক হয়েছে। ধৃতের নাম সিরাজ উদ্দিন সে উপজেলার বড়ঘোষা গ্রামের মৃত তবারক আলীর পুত্র। বৃহস্পতিবর রাতে এসআই সমীরন একদল পুলিশ নিয়ে গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বড়ঘোষা গ্রাম থেকে আসামী সিরাজকে আটক করেন। পরেরদিন আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়। সিরাজসহ এপর্যন্ত তিনজন আসামী পুলিশের হাতে আটক হয়েছেন।
উল্লেখ্য যে চলতি বছর জুলাই মাসে রাতের আধাঁরে নজরুলকে হত্যা করা হয় এবং নজরুলের স্ত্রী বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
………………………..
Design and developed by best-bd