সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৭
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার আফিফা নগর চা-বাগান থেকে একটি অজগর সাপ আটক করেছে শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অজগর সাপটি দেখতে পায় চা-শ্রমিকরা। পরে সাপটি আটক করে সারী রেঞ্জে খবর দেওয়া হয়। কিন্তু সংবাদ পাওয়ার পরেও সারী রেঞ্জার সাপটি উদ্ধারের ব্যবস্থা না নেওয়ায় স্থানিয়রা সাপটি মেরে ফেলার চেষ্টা করে। খবর পেয়ে জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল আজগর সাপটি উদ্ধার করে চারিকাটা ইউনিয়ন পরিষদে নিয়ে যান। বর্তমানে ইউপি চেয়ারম্যান কার্যালয়ে রয়েছে।
এবিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল বলেন, সংবাদ পেয়ে দ্রুত অজগর সাপটি উদ্ধার করে আমার হেফাজতে নিয়ে এসেছি এছাড়া রেঞ্জ অফিসকে খবর পাঠিয়েছে সাপটি নেওয়ার জন্য।
এ ব্যপারে সারি রেঞ্জের বিট অফিসার আব্দুল জব্বারের সাথে একাধিক বার যোগাযোগ করা হলে তিনি, ফোন রিসিভ করেননি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd