সিলেট ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৭
আটককৃতরা হচ্ছেন- কিশোরগঞ্জের বাজিতপুর থানার ইলছিয়া ইউপির লৌহগাঁওয়ের গোলাপ মিয়ার ছেলে জাকির হোসেন (২৪) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রাজঘাটের নুরুল আমিনের ছেলে মো. আলমগীর (১৮)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল ওয়াহাব জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে মোগলাবাজার থানার পাঠানপাড়ার মোস্তাক খানের বসত ঘরের ডাইনিং রুমের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চোরের দল। তারা ৩২ ইঞ্চি টিভি, ২টি কাতান শাড়ি, একটি তাঁতের শাড়ি, একটি সুতি শাড়ি, একটি ডাবল পার্টের বিদেশী কম্বল, একটি হ্যান্ড ব্যাগ, ইমিটেশনের দুটি হার সেটসহ প্রায় এক লাখ ২৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
বিষয়টি অবগত হয়ে পুলিশ তৎপরতা শুরু করে। আজ বুধবার বিকেলে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর পয়েন্টে মেইন রাস্তায় চেকপোস্ট বসিয়ে জাকির ও আলমগীরকে চুরি যাওয়া মালামালসহ আটক করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd