সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:42 PM, November 22, 2017
Sharing is caring!
নিজস্ব প্রতিবেদক :: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইকবাল মনসুরকে দেখতে বুধবার সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ওসমানী হাসপাতালে যান।
এ সময় তাঁর সাথে ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক তিনি তার কাছ থেকে মনসুরের চিকিৎসার খোঁজ খবর নেন। তখন হাসপাতালের পরিচালক তাঁর চিকিৎসার ব্যাপারে মেডিকেল বোর্ড গঠনের আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, বর্তমান সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)-এর সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শংকর দাশ, কোষাধ্য মো: বেলায়েত হোসেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত মেট্রোন শিউলী আক্তার, নার্সিং কর্মকর্তা ইসরাঈল আলী সাদেক, সাংবাদিক সুব্রত দাশ, প্রমুখ।
পরে আজ দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. এ এফ এম নাজমুল ইসলামকে প্রধান করে ৬ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়।
………………………..
Design and developed by best-bd