সিলেট ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৭
খলিলুর রহমান : ঈদ আরবী শব্দ। বাংলায় উৎসব। মিলাদ মানে জন্ম বা জন্মানুষ্টান। এ থেকে ঈদ-ই মিলাদুন্নবী, অর্থ নবী (সা:) জন্ম উৎসব। ইসলামে ‘ঈদ’ মুসলিম উম্মার ধর্মীয় উৎসব। বার্ষিক দুই ঈদ। ঈদুল ফিতর, ঈদুল আযহা। সপ্তাহে এক ঈদ পব্ত্রি জুম্আ। এই তিন ঈদ ব্যতিত, ইসলামে ঈদ নামের আর কোন উৎসব নেই। ঈদে মিলাদুন্নবী নামে যে ঈদ শুধু মাত্র উপমহাদেশের ভারত, পাকিস্তান ও বাংলাদেশে উদযাপন করা হয়, ইসলামে নেই এর কোন অস্তিত্ব । আরব বিশ্ব ্সহ ইসলাম আদী ¯’ান এবং ইসলামি বিশের¦ ৫৬টি দেশের অন্য কোথ্ওা এ নামের কোন ঈদ উদযাপিত হয় না। আমরা জাতীয় ভাবে ঈদে মিলাদুন্নবী নামে যে ঈদ উদযাপন করে থাকি, এই ঈদে কোন ্ওয়াজিব নামাজ্ও নেই। অথচ ইসলামে ঈদের সাথে নামায দু’রাকাত ওয়াজিব। সপ্তাহিক ঈদ্ওে তা ্ওয়াজিব। সার্বিক অনুসন্ধানে ঈদে মিলাদুন্নবী নামের উৎসবটি ইসলামে বিদ্য়াত বা নব সংযোজন। এর মূলে রয়েছে খ্রীষ্টান বিশ্বের বড় দিনের উৎসব পালনের যোগসূত্র। খ্রীষ্টান বিশ্ব হযরত ঈসা (আ:) তথা তাদের ভাষায় ২৫শে ডিসেম্বর ক্রিশমাস বা যিশুখ্রীষ্টের জন্ম উৎসব বড়দিন নামে পালন করে থাকে। তাদের বা খ্রীষ্টান মিশনারিদের প্ররোচনায়ই এ উপমহাদেশে রাসুলে করীম হযরত মুহাম্মদ (সা:) জন্মদিন ঈদ-ই মিলাদুন্নবী নামে পালনের প্রথা শুর“ হয়েছে। ব¯‘ত ঈদে মীলাদুন্নবী উদযাপন খ্রীষ্টান বিশ্বের অনুকরন, অনুসরন মাত্র।
লেখক: শিাবিদ, সাংবাদিক ্ও বুদ্ধিজীবী
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd