সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৭
বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ১০ হাজার টাকা ঘুষ অফার করে এক লাখ টাকা জরিমানা গুনলেন শাপলা মানি চেঞ্জারের মালিক এস এম নাজমুল হাসান।
বিমানবন্দর সূত্রে জানা যায়, হযরত শাহজালাল বিমানবন্দরের আগমনী লাউঞ্জে অবস্থিত ‘শাপলা মানি চেঞ্জার’ বাতিল হয়ে যাওয়া লাইসেন্স দিয়ে ব্যবসা পরিচালনা করছেন, এমন খবরের ভিত্তিতে মানি চেঞ্জারটিকে লাইসেন্সসহ প্রয়োজনীয় ব্যবসায়িক কাগজপত্র প্রদর্শন করতে বলেছিলেন বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ।
প্রতিষ্ঠানটির মালিক কাগজপত্র প্রদর্শনের জন্য কয়েকদিন সময় চান।
গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১০টায় শাপলা মানি চেঞ্জারের মালিক নাজমুল হাসান নির্বাহী ম্যাজিস্ট্রেটের চেম্বারে গিয়ে তাকে ১০ হাজার টাকা ভর্তি একটি খাম দেন। ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক ডিউটিরত এএসআইকে ডেকে ১০ হাজার টাকা জব্দপূর্বক তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি বৈধ কাগজপত্র ব্যতিরেকে মানিচেঞ্জারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপসচিব মুহাম্মদ ইউসুফের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিবরণ দিয়ে জানান, ‘আমি ভেবেছিলাম তিনি (জনাব নাজমুল) লাইসেন্সসহ কাগজপত্র নিয়ে এসেছেন। ভেতরে লাইসেন্স ভেবে আমি নতুন খামটি হাতে নিয়ে দেখি, কাগজপত্র নয়, ভেতরে টাকা! যথাসম্ভব শান্ত থেকে খামটি তাকে ফেরত দিয়ে বললাম, আমি লাইসেন্স দেখতে চেয়েছি, আপনার টাকা দেখতে চাইনি। উত্তরে তিনি আবার খামটি এগিয়ে দিয়ে বলেন, এগুলোই লাইসেন্স, প্রতিমাসে দেব, রেখে দেন!’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd