ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকা মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

Manual2 Ad Code

বুধবার রাত সোয়া দুইটার দিকে র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল  সিন্দুরখান বাজার বস্তি এলাকায় পৌঁছালে পালিয়ে যাওয়ার সময় ২ জনকে গ্রফেতার করা হয়। তারা হলেন, মো. ফটিক মিয়ার স্ত্রী খেলা বেগম (৩৫) ও জগন্নাথপুর উপজেলার মেঘরিকান্দি গ্রামের দিরেন্দ্র চন্দ্র রায়ের ছেলে দিগেন্দ্র চন্দ্র রায় (৬০)।

Manual4 Ad Code

পরে খেলা বেগমের বাসস্থান তল্লাশী করে ৪৪টি ফেন্সিডিল, ৯২ বোতল বিয়ার এবং ৬৮টি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী  হুইস্কি উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

উল্লেখ্য, খেলা বেগম ও তার স্বামী ফটিক মিয়া মৌলভীবাজারের অন্যতম মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

Manual4 Ad Code

উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীদেরকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।