সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের মোগলাবাজার থানাধীন এলাকায় অভিযান চালিয়ে রুহেল আহমদ (২৭) নামের এক দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার মহানগর পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে মোগলবাজার থানাধীন এলাকার কুচাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এসএমপি’র বিভিন্ন থানায় একাধিক ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে সিলেট মহানগরের দক্ষিণ সুরমা ও মোগলবাজার থানায় তিনটি ছিনতাই মামলা চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর মোগলাবাজার এলাকার সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আব্দুল্লাহ নামের এক ব্যক্তির পরিবহনকারী সিএনজি অটোরকিশার গতিরোধ করে ৩ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই করে মোটরসাইকেল (সিলেট-ল-১১-১৬৬৭) আরোহী তিন ছিনতাইকারী। এ ব্যাপারে মোগলাবাজার থানায় আব্দুল্লাহ বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।
এর প্রেক্ষিতে মোগলাবাজার থানার মামলা ( নং-১০/৭৯ তারিখ-২২/০৯/২০১৭খ্রিঃ ধারা-৩৯২ দঃ বিঃ) দায়ের করা হয়।
পরবর্তীতে মোগলাবাজার থানার সিনিয়র সহকারি পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার এবং মোগলাবাজার থানা পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে মাঠে নামে। গত ৫ সেপ্টেম্বর ঘটনায় জড়িত আসামী মোহাম্মদ আলী নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং অপর ছিনতাইকারী রুহেল আহমদ (২৭) সহ অন্যান্য সহযোগী অপরাধীদের নাম-ঠিকানা প্রকাশ করে।
এর প্রেক্ষিতে মোগলাবাজার থানা পুলিশ ছিনতাইকারী রুহেল ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে বিভিন্ন জায়গায় একাধিক অভিযান পরিচালনা করে। অবশেষে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd