বিশ্বনাথে ভিজিএফ’র চাল আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৭

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ফজলু মিয়ার বিরুদ্ধে ভিজিএফ এর চাল ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ইউনিয়নের মুন্সিরগাঁও গ্রামের মৃত ইরসাদ আলীর পুত্র সুজন মিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ প্রদান করেছেন।

অভিযোগে সুজন মিয়া উল্লেখ করেন, বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে দ্বিতীয় পর্যায়ে ভিজিএফ এর চাল স্থানীয় ইউনিয়ন পরিষদের মাস্টার রুলের ৩৬৫ নং ক্রমিক নম্বরে তার (সুজন মিয়া) নাম অন্তর্ভূক্ত হয়। কিন্ত ইউপি সদস্য ফজলু মিয়া তার ঘরের রক্ষিত কর্মচারীর মাধ্যমে আগস্ট হতে অক্টোবর পর্যন্ত তিন মাসের মোট ৯০কেজি চাল ও নগদ ১৫শত টাকা আত্মসাত করেছেন। গত ৪নভেম্বর ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় পরিষদের সচিব সুজন মিয়ার নাম উচ্চারণ করলে ফজলু মিয়া সামনে তার কর্মচারী চাল ও টাকা উত্তোলন করেন। সুজন মিয়া বিষয়টি শুনার পর ইউপি সদস্যের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলে তিনি তাকে (সুজন) মারধর ও গালিগালাজ করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2017
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..