সিলেট ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৭
নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট এবং ফুলের গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায় হাওরে একটি বিলের বাঁধ নিয়ে কয়েকদিন থেকে টানটান উত্তেজনা বিরাজ করছিলো।
অবশেষে আজ সকাল ১০ টায় দেশীয় অস্ত্র সস্ত্রে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামের লোকজন, এতে প্রচুর সংখক লোক আহত হয়েছে, এখন পর্যন্ত নিহতের কোন সংবাদ পাওয়া যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা জন্য প্রেরন করা হয়েছে। পরে উপজেলা প্রশাসন এবং উপজেলার মুরব্বীদের সহযোগীতায় শালিস বৈঠকে বসে দুই গ্রামের লোকজন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো শালিস বৈঠক চলছে…. এবং যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd