সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৭
ওসমানী হাসপাতালের ২ নম্বর ফটকের পাশে গাছে আগুনের ঘটনায় আতঙ্ক বিরাজ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ওসমনাী হাসপাতালের ২ নম্বর গেটের পাশের গাছের গোড়ায় জ্বলন্ত সিগারেটের টুকরো থেকে বিকেল ৩টার দিকে আগুন লেগে যায়। দাউ দাউ করে আগুনের শিখা ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক বিরাজ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
প্রত্যক্ষদর্শী শেখ পারভেজ আহমদ বলেন, সিগারেট খেয়ে টুকরো শুকনো গাছের গোড়ায় ফেলায় আগুন লাগে। পরে লোকজন দমকল বাহিনীকে খবর দেন।
সিলেট ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফয়েজন আহমদ বলেন, সিগারেটের টুকরো থেকে আগুন লাগে। ক্ষয়ক্ষতি নেই। দ্রæত আগুন নেভানো হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd