সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর রোহিঙ্গাদের দেখতে যাওয়া ও আসার পথে ফেনীতে হামলার শিকার হওয়ার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠে ওই সমাবেশের পর দলটির দুটি পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল সিলেট জেলা ও মহানগর বিএনপি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেজিস্ট্রারি মাঠে বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের করার প্রস্তুতি নেয়া হয়। এসময় মিছিলের সামনে অবস্থান করা নিয়ে কয়েকজ নেতাকর্মীর মধ্যে ধস্তাধস্তি হয়। এ অবস্থায় দলটির সিনিয়র নেতারা মিছিল না করেই চলে যান। পরে একটি মিছিল বের করা হলে কোর্টপয়েন্ট এলাকায় এসে আবার দুটি পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেন।
এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম জানান, ‘জুনিয়রদের মধ্যে এ ঘটনা ঘটেছে।’
তাদের কর্মসূচী শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলেও দাবি করেন তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd